শোনো নীলনয়না
তোমার চোখেতে,
দেখেছি যে আমার
স্বপ্নছবি
শোনো নীলয়না
তোমার ছায়াতে
মিশে থাকে যেন
পাহাড় নদী
আমি তোমার কাছে খুঁজে ফিরি
হারিয়ে
পথের ঠিকানা
জানো কি, তুমি ওগো তন্বী মেয়ে
দিশেহারা
কত যে রাত
কেটেছে জোছনার আশায়
কেটেছে জোছনার আশায়
তোমার চোখেতে,
দেখেছি যে আমার
স্বপ্নছবি
শোনো নীলয়না
তোমার ছায়াতে
মিশে থাকে যেন
পাহাড় নদী
আমি তোমার কাছে খুঁজে ফিরি
হারিয়ে
পথের ঠিকানা
জানো কি, তুমি ওগো তন্বী মেয়ে
দিশেহারা
কত যে রাত
কেটেছে জোছনার আশায়
কেটেছে জোছনার আশায়
আশা-নিরাশাতে
আমি ভাসাই তরী
বুকে কষ্ট নিয়ে
আমি বাজি ধরি
পাবো কি বলো ঠাঁই
তোমার আঁচলে
আঁকাবাঁকা পথে
নদী যেমন সাগরে
আমি তোমার কাছে খুঁজে ফিরি
হারিয়ে
পথের ঠিকানা
জানো কি, তুমি ওগো তন্বী মেয়ে
দিশেহারা
কত যে রাত
কেটেছে জোছনার আশায়
কেটেছে জোছনার আশায়
আমি ভাসাই তরী
বুকে কষ্ট নিয়ে
আমি বাজি ধরি
পাবো কি বলো ঠাঁই
তোমার আঁচলে
আঁকাবাঁকা পথে
নদী যেমন সাগরে
আমি তোমার কাছে খুঁজে ফিরি
হারিয়ে
পথের ঠিকানা
জানো কি, তুমি ওগো তন্বী মেয়ে
দিশেহারা
কত যে রাত
কেটেছে জোছনার আশায়
কেটেছে জোছনার আশায়
No comments:
Post a Comment