তুমি না থাকলে,
সকাল টা এতো মিষ্টি হতো না।
তুমি না থাকলে,
মেঘ করে যেতো বৃষ্টি হতো না।
তুমি না থাকলে,
চাদটার গায়ে পরে যেতো মরচে।
তুমি না থাকলে,
কিপটে লোক টা হতোনা যে খেরচে।
তুমি না থাকলে,
স্বপ্নের রং হয়ে যেতো খয় রিন।
তুমি না থাকলে,
রবিন্দ্রনাথ কালির দেয়াত মাথায় ঠুকে হতোযে কুপোকাত।
তুমি না থাকলে,
সুমন কেলেংকারি করত কতো, গিটার ফেলে দু হাতে মালায় নামতা শেখাতেহতো।
তুমি না থাকলে,
তাজমহলা টা বানানোই হতো না।
লাগালাগি এই কাটাকাটি ঐ থামানোই যেতো না।
তুমি না থাকলে,
মোনালিসা কবে হয়ে যেতো গম্ভির।
তুমি না থাকলে,
তোমার চিঠি জমানোই হতো না।
তুমি না থাকলে,
রোমিও কবে হমিও পেথির দোকান খুলেজমিয়ে দিত।
সকাল টা এতো মিষ্টি হতো না।
তুমি না থাকলে,
মেঘ করে যেতো বৃষ্টি হতো না।
তুমি না থাকলে,
চাদটার গায়ে পরে যেতো মরচে।
তুমি না থাকলে,
কিপটে লোক টা হতোনা যে খেরচে।
তুমি না থাকলে,
স্বপ্নের রং হয়ে যেতো খয় রিন।
তুমি না থাকলে,
রবিন্দ্রনাথ কালির দেয়াত মাথায় ঠুকে হতোযে কুপোকাত।
তুমি না থাকলে,
সুমন কেলেংকারি করত কতো, গিটার ফেলে দু হাতে মালায় নামতা শেখাতেহতো।
তুমি না থাকলে,
তাজমহলা টা বানানোই হতো না।
লাগালাগি এই কাটাকাটি ঐ থামানোই যেতো না।
তুমি না থাকলে,
মোনালিসা কবে হয়ে যেতো গম্ভির।
তুমি না থাকলে,
তোমার চিঠি জমানোই হতো না।
তুমি না থাকলে,
রোমিও কবে হমিও পেথির দোকান খুলেজমিয়ে দিত।
No comments:
Post a Comment