মেয়েদের যে যে সময় সবচেয়ে সুন্দর লাগে তা লেখার
চেষ্টা করছি....
১. অবশ্যই যখন সে হাসে।এই হাসিই তাদের সবচেয়ে বড় অস্ত্র।
২. যখন সে ঘুমায়।মায়াবী দেখায়।
৩. যখন সে আগ্রহী দৃষ্টিতে কারো দিকে আড় চোখে তাকায়।
৪. কান্নার আগমূহুর্তে।
৫. যখন সে নিজের ঠোটে কামড় দেয়।
৬. গোসল করার পর ভেজা চুলে।
৭. যখন তার মনে প্রচন্ড আনন্দ থাকে কিন্তু মুখে একটা লজ্জার আবরণ দিয়ে সে আনন্দটা ঢাকার চেষ্টা করে।
৮. যখন তাকে প্রশংসা করা হয়।
৯. যখন আশে পাশে তার প্রিয় মানুষটিকে নিয়ে আলোচনা করা হয়।
১০. যখন সে রেগে যায়।
১১. গোধুলির সময়।
১২. মোমবাতির আলোতে।
চেষ্টা করছি....
১. অবশ্যই যখন সে হাসে।এই হাসিই তাদের সবচেয়ে বড় অস্ত্র।
২. যখন সে ঘুমায়।মায়াবী দেখায়।
৩. যখন সে আগ্রহী দৃষ্টিতে কারো দিকে আড় চোখে তাকায়।
৪. কান্নার আগমূহুর্তে।
৫. যখন সে নিজের ঠোটে কামড় দেয়।
৬. গোসল করার পর ভেজা চুলে।
৭. যখন তার মনে প্রচন্ড আনন্দ থাকে কিন্তু মুখে একটা লজ্জার আবরণ দিয়ে সে আনন্দটা ঢাকার চেষ্টা করে।
৮. যখন তাকে প্রশংসা করা হয়।
৯. যখন আশে পাশে তার প্রিয় মানুষটিকে নিয়ে আলোচনা করা হয়।
১০. যখন সে রেগে যায়।
১১. গোধুলির সময়।
১২. মোমবাতির আলোতে।
No comments:
Post a Comment