স্যাঁতস্যাঁতে এই বিষন্ন বেলা,
ফাঁকা আমি। ব্যাস্ত স্বপ্নেরা… অভিমান দেখায়,
কিছু অব্যক্ত ভালোবাসা না পেয়ে…
ফাঁকা আমি। ব্যাস্ত স্বপ্নেরা… অভিমান দেখায়,
কিছু অব্যক্ত ভালোবাসা না পেয়ে…
আমি অভিমান দেখাইনা,
এক অন্ধ শিহরনে।
জানি ফের, জলজ বেলায় অনাহুত বৃষ্টি হয়ে
তোমার আঁচল ছায়ায় আহলাদের আসর বসাবো…
বৃত্তবন্দী আমি খুঁজে যাবো দরোজা
কোনো অসম ভালোবাসা বুকে নিয়ে।
এক অন্ধ শিহরনে।
জানি ফের, জলজ বেলায় অনাহুত বৃষ্টি হয়ে
তোমার আঁচল ছায়ায় আহলাদের আসর বসাবো…
বৃত্তবন্দী আমি খুঁজে যাবো দরোজা
কোনো অসম ভালোবাসা বুকে নিয়ে।
No comments:
Post a Comment