Monday, April 22, 2013

tumi nai bole

তুমি নেই বলে
আমার দু চোখের জলে হয়েছে অথৈ সাগর
তুমি নেই বলে
আবেগী প্লাবন এসে ভিজিয়ে গেছে অধর

আজো ভুলিনি সেই সে স্মৃতি
মনে পড়ে যায় বারবার
বুকের মাঝে মুখটি গুজে
বলতে আমি তোমার
আজ তুমি অন্যের মিথ্য সবই
বিষাদে ছেয়েছে আমার পৃথিবী

মনে কি পড়ে বন্ধু তোমার
কত কাছে ছিলাম দুজন
তোমার চেনা গন্ধ আজো
এই মনে তোলে শিহরন
জোর করে ভুলে থাকা যায় কি সবই ?
স্মৃতির দেয়ালজুড়ে তোমার ছবি .....




Sourov

No comments: