তুমি নেই বলে
আমার দু চোখের জলে হয়েছে অথৈ সাগর
তুমি নেই বলে
আবেগী প্লাবন এসে ভিজিয়ে গেছে অধর
আজো ভুলিনি সেই সে স্মৃতি
মনে পড়ে যায় বারবার
বুকের মাঝে মুখটি গুজে
বলতে আমি তোমার
আজ তুমি অন্যের মিথ্য সবই
বিষাদে ছেয়েছে আমার পৃথিবী
মনে কি পড়ে বন্ধু তোমার
কত কাছে ছিলাম দুজন
তোমার চেনা গন্ধ আজো
এই মনে তোলে শিহরন
জোর করে ভুলে থাকা যায় কি সবই ?
স্মৃতির দেয়ালজুড়ে তোমার ছবি .....
Sourov
আমার দু চোখের জলে হয়েছে অথৈ সাগর
তুমি নেই বলে
আবেগী প্লাবন এসে ভিজিয়ে গেছে অধর
আজো ভুলিনি সেই সে স্মৃতি
মনে পড়ে যায় বারবার
বুকের মাঝে মুখটি গুজে
বলতে আমি তোমার
আজ তুমি অন্যের মিথ্য সবই
বিষাদে ছেয়েছে আমার পৃথিবী
মনে কি পড়ে বন্ধু তোমার
কত কাছে ছিলাম দুজন
তোমার চেনা গন্ধ আজো
এই মনে তোলে শিহরন
জোর করে ভুলে থাকা যায় কি সবই ?
স্মৃতির দেয়ালজুড়ে তোমার ছবি .....
Sourov
No comments:
Post a Comment