মেয়েদের ভাষার অর্থঃ মেয়েদের অনেক কথার পিছনে আসলে কি অর্থ থাকে, জেনে রাখুন। আর মিলিয়ে দেখুন কয়টা সঠিক হয়।
হ্যাঁ - না।
না - হ্যাঁ।
হয়তো - না।
আমি দু:খিত - তোমার খবর আছে।
আমাদের দরকার - আমি চাই।
যা মনে চায় করো - পরে এর জন্য তোমাকে ভুগতে হবে।
আমাদের কথা বলা দরকার - আমার অভিযোগ শোন।
ঠিক আছে, করো - আমি চাই না তুমি করো।
আমি আপসেট না - অবশ্যই আমি আপসেট, গবেট।
এই কিচেনে কাজ করা যায়? - আমার নতুন বাড়ি দরকার।
জানালার জন্য পর্দা কিনতে হবে - সেই সাথে, ম্যাচ করা কার্পেট, ফার্নিচার আর ওয়ালপেপার।
একটা আওয়াজ শুনলাম মনে হলো - তুমি মনে হয় ঘুমিয়ে যাচ্ছো?
তুমি কি আমাকে ভালোবাসো? - আমি তোমার কাছ থেকে দামী কিছু চাইতে যাচ্ছি।
তুমি আমাকে কতটুকু ভালোবাসো? - আজকে এমন কাজ করেছি যা তুমি মনেপ্রাণে অপছন্দ করো।
এক মিনিটে রেডি হয়ে আসছি। - জুতা খুলে টিভিতে কোন প্রোগ্রাম দেখতে থাকো।
কথাবার্তা তোমার আরো ভালো করে শেখা উচিত। - আমার কথা মেনে নাও।
Read it Using Bangla Font - SouRov
No comments:
Post a Comment