AFA-Afghanistan Afghani
ALL-Albanian Lek
DZD-Algerian Dinar
ARS-Argentine Peso
AWG-Aruba Florin
AUD-Australian Dollar
BSD-Bahamian Dollar
BHD-Bahraini Dinar
BDT-Bangladesh Taka
BBD-Barbados Dollar
BZD-Belize Dollar
BMD-Bermuda Dollar
BTN-Bhutan Ngultrum
BOB-Bolivian Boliviano
BWP-Botswana Pula
BRL-Brazilian Real
GBP-British Pound
BND-Brunei Dollar
BIF-Burundi Franc
XOF-CFA Franc (BCEAO)
XAF-CFA Franc (BEAC)
KHR-Cambodia Riel
CAD-Canadian Dollar
CVE-Cape Verde Escudo
KYD-Cayman Islands Dollar
CLP-Chilean Peso
CNY-Chinese Yuan
COP-Colombian Peso
KMF-Comoros Franc
CRC-Costa Rica Colon
HRK-Croatian Kuna
CUP-Cuban Peso
CYP-Cyprus Pound
CZK-Czech Koruna
DKK-Danish Krone
DJF-Dijibouti Franc
DOP-Dominican Peso
XCD-East Caribbean Dollar
EGP-Egyptian Pound
SVC-El Salvador Colon
EEK-Estonian Kroon
ETB-Ethiopian Birr
EUR-Euro
FKP-Falkland Islands Pound
GMD-Gambian Dalasi
GHC-Ghanian Cedi
GIP-Gibraltar Pound
XAU-Gold Ounces
GTQ-Guatemala Quetzal
GNF-Guinea Franc
GYD-Guyana Dollar
HTG-Haiti Gourde
HNL-Honduras Lempira
HKD-Hong Kong Dollar
HUF-Hungarian Forint
ISK-Iceland Krona
INR-Indian Rupee
IDR-Indonesian Rupiah
IQD-Iraqi Dinar
ILS-Israeli Shekel
JMD-Jamaican Dollar
JPY-Japanese Yen
JOD-Jordanian Dinar
KZT-Kazakhstan Tenge
KES-Kenyan Shilling
KRW-Korean Won
KWD-Kuwaiti Dinar
LAK-Lao Kip
LVL-Latvian Lat
LBP-Lebanese Pound
LSL-Lesotho Loti
LRD-Liberian Dollar
LYD-Libyan Dinar
LTL-Lithuanian Lita
MOP-Macau Pataca
MKD-Macedonian Denar
MGF-Malagasy Franc
MWK-Malawi Kwacha
MYR-Malaysian Ringgit
MVR-Maldives Rufiyaa
MTL-Maltese Lira
MRO-Mauritania Ougulya
MUR-Mauritius Rupee
MXN-Mexican Peso
MDL-Moldovan Leu
MNT-Mongolian Tugrik
MAD-Moroccan Dirham
MZM-Mozambique Metical
MMK-Myanmar Kyat
NAD-Namibian Dollar
NPR-Nepalese Rupee
ANG-Neth Antilles Guilder
NZD-New Zealand Dollar
NIO-Nicaragua Cordoba
NGN-Nigerian Naira
KPW-North Korean Won
NOK-Norwegian Krone
OMR-Omani Rial
XPF-Pacific Franc
PKR-Pakistani Rupee
XPD-Palladium Ounces
PAB-Panama Balboa
PGK-Papua New Guinea Kina
PYG-Paraguayan Guarani
PEN-Peruvian Nuevo Sol
PHP-Philippine Peso
XPT-Platinum Ounces
PLN-Polish Zloty
QAR-Qatar Rial
ROL-Romanian Leu
RUB-Russian Rouble
WST-Samoa Tala
STD-Sao Tome Dobra
SAR-Saudi Arabian Riyal
SCR-Seychelles Rupee
SLL-Sierra Leone Leone
XAG-Silver Ounces
SGD-Singapore Dollar
SKK-Slovak Koruna
SIT-Slovenian Tolar
SBD-Solomon Islands Dollar
SOS-Somali Shilling
ZAR-South African Rand
LKR-Sri Lanka Rupee
SHP-St Helena Pound
SDD-Sudanese Dinar
SRG-Surinam Guilder
SZL-Swaziland Lilageni
SEK-Swedish Krona
TRY-Turkey Lira
CHF-Swiss Franc
SYP-Syrian Pound
TWD-Taiwan Dollar
TZS-Tanzanian Shilling
THB-Thai Baht
TOP-Tonga Pa'anga
TTD-Trinidad&Tobago Dollar
TND-Tunisian Dinar
TRL-Turkish Lira
USD-U.S. Dollar
AED-UAE Dirham
UGX-Ugandan Shilling
UAH-Ukraine Hryvnia
UYU-Uruguayan New Peso
VUV-Vanuatu Vatu
VEB-Venezuelan Bolivar
VND-Vietnam Dong
YER-Yemen Riyal
YUM-Yugoslav Dinar
ZMK-Zambian Kwacha
ZWD-Zimbabwe Dollar
Friday, April 15, 2011
Tuesday, April 12, 2011
Monday, April 11, 2011
Poem 2
মেয়েদের ভাষার অর্থঃ মেয়েদের অনেক কথার পিছনে আসলে কি অর্থ থাকে, জেনে রাখুন। আর মিলিয়ে দেখুন কয়টা সঠিক হয়।
হ্যাঁ - না।
না - হ্যাঁ।
হয়তো - না।
আমি দু:খিত - তোমার খবর আছে।
আমাদের দরকার - আমি চাই।
যা মনে চায় করো - পরে এর জন্য তোমাকে ভুগতে হবে।
আমাদের কথা বলা দরকার - আমার অভিযোগ শোন।
ঠিক আছে, করো - আমি চাই না তুমি করো।
আমি আপসেট না - অবশ্যই আমি আপসেট, গবেট।
এই কিচেনে কাজ করা যায়? - আমার নতুন বাড়ি দরকার।
জানালার জন্য পর্দা কিনতে হবে - সেই সাথে, ম্যাচ করা কার্পেট, ফার্নিচার আর ওয়ালপেপার।
একটা আওয়াজ শুনলাম মনে হলো - তুমি মনে হয় ঘুমিয়ে যাচ্ছো?
তুমি কি আমাকে ভালোবাসো? - আমি তোমার কাছ থেকে দামী কিছু চাইতে যাচ্ছি।
তুমি আমাকে কতটুকু ভালোবাসো? - আজকে এমন কাজ করেছি যা তুমি মনেপ্রাণে অপছন্দ করো।
এক মিনিটে রেডি হয়ে আসছি। - জুতা খুলে টিভিতে কোন প্রোগ্রাম দেখতে থাকো।
কথাবার্তা তোমার আরো ভালো করে শেখা উচিত। - আমার কথা মেনে নাও।
Read it Using Bangla Font - SouRov
হ্যাঁ - না।
না - হ্যাঁ।
হয়তো - না।
আমি দু:খিত - তোমার খবর আছে।
আমাদের দরকার - আমি চাই।
যা মনে চায় করো - পরে এর জন্য তোমাকে ভুগতে হবে।
আমাদের কথা বলা দরকার - আমার অভিযোগ শোন।
ঠিক আছে, করো - আমি চাই না তুমি করো।
আমি আপসেট না - অবশ্যই আমি আপসেট, গবেট।
এই কিচেনে কাজ করা যায়? - আমার নতুন বাড়ি দরকার।
জানালার জন্য পর্দা কিনতে হবে - সেই সাথে, ম্যাচ করা কার্পেট, ফার্নিচার আর ওয়ালপেপার।
একটা আওয়াজ শুনলাম মনে হলো - তুমি মনে হয় ঘুমিয়ে যাচ্ছো?
তুমি কি আমাকে ভালোবাসো? - আমি তোমার কাছ থেকে দামী কিছু চাইতে যাচ্ছি।
তুমি আমাকে কতটুকু ভালোবাসো? - আজকে এমন কাজ করেছি যা তুমি মনেপ্রাণে অপছন্দ করো।
এক মিনিটে রেডি হয়ে আসছি। - জুতা খুলে টিভিতে কোন প্রোগ্রাম দেখতে থাকো।
কথাবার্তা তোমার আরো ভালো করে শেখা উচিত। - আমার কথা মেনে নাও।
Read it Using Bangla Font - SouRov
Poem 1
আমরা একদা হাবুডুবু খেতাম প্রেমে, বয়স যখন নিছক নস্যি ছিল।
প্রীতি জিনতার অবতল গাল ছাপিয়ে, ব্লাজার উত্তল প্রেম যখন উথলিয়ে পড়ছিল!
কিংবা চান্দুর ইসপিশাল প্রেমগুলো, যাদের চেহারার কোন ছিলনা ছিরিছাঁদ।
তবুও সে খুশিতে বাজাতো বগল, ওর উৎকট প্রেম দেখে কত ভুলেছি বিষাদ!
বিবাহিত এক জনি কেনই বা জিমে যায়, এটা জানতে জি ও যেত জিমে।
জানিনা ডুঙ্গার রহস্য বস করেছিল কিনা উদ্ধার , কিংবা সে কি কারো পড়েছিল প্রেমে!
রাজিবের ছিল সর্বভুক প্রেম, জেসিকা অ্যালবা থেকে রেড হট মামা।
বয়স তার বাড়তোনা সহজে, আর বয়স যতই হতো ছোট হতো জামা!
চেহারা ছুরৎ যাই হোকনা কেন, মাথায় যেন থাকে কন্যার দীঘল কালো চুল।
এই নীতিতে চলতে গিয়ে, নিজের চুলের প্রেমেও পায়েল ছিল যে মশগুল!
বীরবলের ছিল বাপু অগুন্তি প্রেম, প্রেমের রাজ্যে সে ছিল দণ্ড বিহীন রাজা।
প্রেমে কিংবা বিরহে সে ছিল বড্ড ব্যাকুল, জন্ম দিত অজস্র কাব্য তরতাজা!
স্যাম এর প্রেম ছিল ছাত্রীঘটিত, প্রায়শই রশীদে নাকি আসতো প্রেয়সী।
আমি কিছুই করিনি তেমন, তবুও যা করেছি তা নাকি এর চেয়েও বেশি!
পাশার প্রেম ছিল পানি বিষয়ক, রিফাতের প্রেম মানে সদা মুঠোফোন।
মুন্না ভাইয়ের প্রেম ছিল ডাবল ডাবল, ওয়ালীর প্রেম মানে শুধুই দুজন!
তৌফিক ছিল রুপ বিশারদ, যদিও সুন্দরীদের রুপের ফাঁদে সে পড়ত বেশুমার।
হিমেলের প্রেম ছিল বড়ই ভয়ানক, চাকদে পাড্ডে বলে সে দিত কামজ হুঙ্কার!
পাপ্পুর ছিল বড়ই লাজুক প্রেম, আর ববির প্রেম ছিল সোহরাওয়ারদী হল।
জাঈদের ছিল জান্তব প্রেম, সুবিনের প্রেম মানেই হাজারটা মিসকল!
সালেকীন মানেই দুরন্ত প্রেম, তার প্রেমের প্রাবল্যে কাম্পাসে টেকা ছিল দায়।
নাসরুল্লাহ ছিল প্রথম সফল প্রেমিক, পিতা হওয়াই ছিল তার জীবনের অভিপ্রায়!
এমন সব বিচিত্র প্রেমের প্রতাপশালী প্রেমিকেরা, আজ কেউই রশীদ হলে নেই।
তবুও যে যেখানেই থাকি, এখনো আমরা যত্রতত্র প্রেমে পড়ে প্রেমের প্রক্স্যি দেই!
প্রীতি জিনতার অবতল গাল ছাপিয়ে, ব্লাজার উত্তল প্রেম যখন উথলিয়ে পড়ছিল!
কিংবা চান্দুর ইসপিশাল প্রেমগুলো, যাদের চেহারার কোন ছিলনা ছিরিছাঁদ।
তবুও সে খুশিতে বাজাতো বগল, ওর উৎকট প্রেম দেখে কত ভুলেছি বিষাদ!
বিবাহিত এক জনি কেনই বা জিমে যায়, এটা জানতে জি ও যেত জিমে।
জানিনা ডুঙ্গার রহস্য বস করেছিল কিনা উদ্ধার , কিংবা সে কি কারো পড়েছিল প্রেমে!
রাজিবের ছিল সর্বভুক প্রেম, জেসিকা অ্যালবা থেকে রেড হট মামা।
বয়স তার বাড়তোনা সহজে, আর বয়স যতই হতো ছোট হতো জামা!
চেহারা ছুরৎ যাই হোকনা কেন, মাথায় যেন থাকে কন্যার দীঘল কালো চুল।
এই নীতিতে চলতে গিয়ে, নিজের চুলের প্রেমেও পায়েল ছিল যে মশগুল!
বীরবলের ছিল বাপু অগুন্তি প্রেম, প্রেমের রাজ্যে সে ছিল দণ্ড বিহীন রাজা।
প্রেমে কিংবা বিরহে সে ছিল বড্ড ব্যাকুল, জন্ম দিত অজস্র কাব্য তরতাজা!
স্যাম এর প্রেম ছিল ছাত্রীঘটিত, প্রায়শই রশীদে নাকি আসতো প্রেয়সী।
আমি কিছুই করিনি তেমন, তবুও যা করেছি তা নাকি এর চেয়েও বেশি!
পাশার প্রেম ছিল পানি বিষয়ক, রিফাতের প্রেম মানে সদা মুঠোফোন।
মুন্না ভাইয়ের প্রেম ছিল ডাবল ডাবল, ওয়ালীর প্রেম মানে শুধুই দুজন!
তৌফিক ছিল রুপ বিশারদ, যদিও সুন্দরীদের রুপের ফাঁদে সে পড়ত বেশুমার।
হিমেলের প্রেম ছিল বড়ই ভয়ানক, চাকদে পাড্ডে বলে সে দিত কামজ হুঙ্কার!
পাপ্পুর ছিল বড়ই লাজুক প্রেম, আর ববির প্রেম ছিল সোহরাওয়ারদী হল।
জাঈদের ছিল জান্তব প্রেম, সুবিনের প্রেম মানেই হাজারটা মিসকল!
সালেকীন মানেই দুরন্ত প্রেম, তার প্রেমের প্রাবল্যে কাম্পাসে টেকা ছিল দায়।
নাসরুল্লাহ ছিল প্রথম সফল প্রেমিক, পিতা হওয়াই ছিল তার জীবনের অভিপ্রায়!
এমন সব বিচিত্র প্রেমের প্রতাপশালী প্রেমিকেরা, আজ কেউই রশীদ হলে নেই।
তবুও যে যেখানেই থাকি, এখনো আমরা যত্রতত্র প্রেমে পড়ে প্রেমের প্রক্স্যি দেই!
Subscribe to:
Posts (Atom)