Saturday, July 27, 2013

মেঘ জমেছে নিল আকাশে

মেঘ জমেছে নিল আকাশে বিসন্ন আজ মন
তমার সপ্নে বিভর হতে চাইচে সারাক্কন

মেঘ সরিএ ককন যে রদ দিবে হাসি
নিল আকাশে লিখব আমি তমাই ভালোবাসি

Saturday, July 13, 2013

tomar jonno


নিখোঁজ শূণ্যতা

কখনো বিষন্ন দুপুরে- অকারনে ঘুম ভেঙ্গে যায়। জেগে দেখি, বুকের মাঝে নিখোঁজ শূণ্যতারা বসতি গড়ে তুলছে, অবিরাম। শনের চালা, সুতলি, বাঁশের খুটি….. সারাক্ষন কেবল ঠুকঠুক শব্দ আর বুক জুড়ে নি:স্বদের নির্মানাধীন বসতির গন্ধ! এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা তাদের অস্তিত্ব, অসহনীয় করে তুলে জীবনকে।
একদিন তারা ফেরারী হয়, নিখোঁজ হয়। অকারনে দুর্বা ঘাসে আবারও শিশির জমে ওঠে। লাল আভায় উদ্ভাসিত শিমুল তখন নতুন দিনের কথা বলে, অথচ পাহাড়ি নদের জল কমে গেলে, নি:স্ব শরতে শূন্যতারা আবার ফিরে আসে, দল বেঁধে।
তারপরও কখনো কখনো বিষন্ন রাতে- শিউলি গাছের ফাকে রোদ্রুর খেলা করে। আমি বাঁশ বাগানের শরশর শব্দের ওপর ভর করে কবিতা লিখে যাই। এক শরতের গল্পকথা অন্য শরতে এসে আঁকার চেষ্টা করি শিমুল তলে। হয়না আঁকা কভু। তারা ক্ষীন শব্দে মুছে যায় প্রতিধ্বনি তুলে…..।
রঙিন সবকিছু এখানে। মানুষ, যান চলাচল, পাহাড়ি গন্ধ, বাঁশের চালা… কিংবা দালান কোঠা, অনুভব। রঙিন সব কিছুর মাঝে রঙহীন আমি তবু নি:স্ব রই। হয়তো নিজেও আমি এক নিখোঁজ শূণ্যতা। বসতি বদলে হারিয়ে যাচ্ছি ক্ষনে ক্ষনে।

তোমার চোখের আঙ্গিনায় — Sourov

তোমার চোখের আঙ্গিনায়
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলিয়ে বৃষ্টিধারা আসে
তোমার দীঘল কালো চুলে
এখনো কি ছবি আঁকে
মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরবে অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে
এখনো কি তেমনি করে
সাজের প্রদ্বীপ জ্বালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তোমার চোখের আঙিনায়
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…

অন্ধ শিহরন

স্যাঁতস্যাঁতে এই বিষন্ন বেলা,
ফাঁকা আমি। ব্যাস্ত স্বপ্নেরা… অভিমান দেখায়,
কিছু অব্যক্ত ভালোবাসা না পেয়ে…
আমি অভিমান দেখাইনা,
এক অন্ধ শিহরনে।
জানি ফের, জলজ বেলায় অনাহুত বৃষ্টি হয়ে
তোমার আঁচল ছায়ায় আহলাদের আসর বসাবো…
বৃত্তবন্দী আমি খুঁজে যাবো দরোজা
কোনো অসম ভালোবাসা বুকে নিয়ে।

Thursday, July 11, 2013

Tumi ki amai ager moto baso valo -- তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?

তোমার চোখের আঙ্গিনায় এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?

এখনো কি আকাশে মেঘ দেখে জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো পরশ বুলায় বৃস্টিধারা এসে
তোমার দীঘল চুলে এখনো কি ছবি আঁকে মেঘের যত কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?

এখনো কি পুরনো চিঠি পড়ে নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?

Wednesday, July 3, 2013

Asiatic Lilies