Monday, November 8, 2010

poem

কি করছো এখন?

হয়তো ঝটিকা সফরে ঘুরতে বেড়িয়েছ পথে,

কিংবা Satellite এর সাথে বেঁধে রেখেছ চোখ!



কি করছো এখন?

হয়তো গৎবাঁধা গল্প জুড়িয়েছো ঘরে,

কিংবা মুঠোফোনেই শুরু করেছ দীর্ঘ আলাপন।



কি করছো এখন?

হয়তো এই মুহূর্তে Electricity নেই,

কিংবা মহল্লায় হল্লা তাই মেজাজটাও গরম!



কি করছো এখন?

হয়তো কিছুই করছো না,

কিংবা 'কি করবো' 'কি করবো' ভেবে অতঃপর কুল না পেয়ে অভিমানে Room-Alone!



কি করছো এখন?

হয়তো ঘুম থেকেই ওঠোনি এখনো কোনো তাড়া নেই বলে,

কিংবা উঠেছো ঠিকি কিন্তু অকারনেই আনমনা মন।



কি করছো এখন?

হয়তো বই এর পাতা উল্টাচ্ছো, খিলখিলিয়ে হাসছো,

কিংবা মিটমিটিয়ে জোনাকের মতো জ্বলছো আর নিভছো।



কি করছো এখন?

হয়তো চায়ের কাপ আর চিনি নিয়ে চলছে Research!

কিংবা Search করছো নতুন Recipe গভীর Google এ!



কি করছো এখন?

হয়তো ধেই ধেই করে নাচছো,

কিংবা চুপচাপ জানালায় দাঁড়িয়ে দেখছো শহর।



কি করছো এখন?

হয়তো হারিয়ে ফেলেছো কুড়িয়ে আনা ফুল,

কিংবা অন্য কিছু হারানোর শোকে অশ্রু সজল।






কি করছো এখন?

হয়তো এমন কিছু করছো যা লিখিনি কোথাও,

কিংবা এমন কিছু যা সবার সামনে বলতে বারন।



কি করছো এখন?

নাই বা বললে তুমি, আমি কি করছি শোনো-

তোমায় নিয়ে তখন থেকে লিখেই যাচ্ছি বোকার মতন!

MiNe

SouRov



[use bangla font or use avro to see the poem ]

No comments: