তুমি যে আমার কবিতা,
আমারো বাঁশীর রাগিনী,
আমারো স্বপন আধ-জাগরণ,
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা,
আমারো বাঁশীর রাগিনী,
আমারো স্বপন আধ-জাগরণ,
চিরদিন তোমারে চিনি,
তুমি যে আমার কবিতা।
আমি কে তোমার যদি জানতে,
তবে কি আমায় কাছে টানতে,
হয়ত সুদূরে যেতে গো সরে,
না, না নয়নের নীলে তুমি যে ছিলে,
চিরদিন তোমারে চিনি,
তুমি যে আমার কবিতা।
তুমি এলে তাই স্বপ্ন এলো,
ইন্দ্রধনুর লগ্ন এলো,
তুমি এলে তাই স্বপ্ন এলো,
ইন্দ্রধনুর লগ্ন এলো,
এ মধুর প্রহর হোক না অমর,
ওগো মোর পল্লবীনি,
তুমি যে আমার কবিতা।
যদি এ লগন আঁধারে ঢাকে,
যদি নেভে দিন পথের বাঁকে,
যদি এ লগন আঁধারে ঢাকে,
যদি নেভে দিন পথের বাঁকে,
তুমি যে আমার বলব আবার,
তুমি যে আমার বলব আবার,
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা,
আমারো বাঁশীর রাগিনী,
আমারো স্বপন আধ-জাগরণ,
চিরদিন তোমারে চিনি,
তুমি যে আমার কবিতা।
আমারো বাঁশীর রাগিনী,
আমারো স্বপন আধ-জাগরণ,
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা,
আমারো বাঁশীর রাগিনী,
আমারো স্বপন আধ-জাগরণ,
চিরদিন তোমারে চিনি,
তুমি যে আমার কবিতা।
আমি কে তোমার যদি জানতে,
তবে কি আমায় কাছে টানতে,
হয়ত সুদূরে যেতে গো সরে,
না, না নয়নের নীলে তুমি যে ছিলে,
চিরদিন তোমারে চিনি,
তুমি যে আমার কবিতা।
তুমি এলে তাই স্বপ্ন এলো,
ইন্দ্রধনুর লগ্ন এলো,
তুমি এলে তাই স্বপ্ন এলো,
ইন্দ্রধনুর লগ্ন এলো,
এ মধুর প্রহর হোক না অমর,
ওগো মোর পল্লবীনি,
তুমি যে আমার কবিতা।
যদি এ লগন আঁধারে ঢাকে,
যদি নেভে দিন পথের বাঁকে,
যদি এ লগন আঁধারে ঢাকে,
যদি নেভে দিন পথের বাঁকে,
তুমি যে আমার বলব আবার,
তুমি যে আমার বলব আবার,
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা,
আমারো বাঁশীর রাগিনী,
আমারো স্বপন আধ-জাগরণ,
চিরদিন তোমারে চিনি,
তুমি যে আমার কবিতা।